সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ
আজ বৃস্হপতিবার সকাল ১১ ঘটিকায় পরিষদের সভাপতি শায়খ মাওলানা আব্দুস সোবহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদ আহমদের পরিচালনায় দারুল হাদীস জাউয়ায় কুরআনে পাকের তিলাওতের মাধ্যমে এক সাধারণ সভার আয়োজন করা হয় উক্ত সভায় অবিলম্বে বাংলাদেশের সকল কওমী মাদ্রাসাগুলো খুলে দেওয়ার দাবি জানানো হয়, একি ভাবে ভারতে মহানবীর সাঃ ব্যঙচিত্র এবং মুসলিম নির্যাতন ও বাবরী মসজিদের জায়গায় রাম মন্দীর নির্মান বন্ধের দাবি জানানো হয়।
বিগত সময় দেশের শির্ষ্যস্হানিয় উলামায়ে কেরামদের ইন্তেকালে গবীর শোক প্রকাশ করা হয়।
সভায় বর্বতমান সাময়িক পরিস্থিতিতে করনীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
শায়খ মাওলানা আব্দুল হান্নান গনেশপুরী
মাওলানা শামসুম ইসলাম ভুইগাও
মাওলানা মোস্তফা কামাল চৌধরী
মাওলানা আবুল বশর
মাওলানা ফজল উদ্দীন
মাওলানা ফজলুর রহমান
মাওলানা আব্দুল কাদির
মাওলানা খলিল আহমদ
মাওলানা আখতার হুসাইন
মাওলানা আব্দুল কাদীর
মাওলানা জমিলুল হক
মাওলানা কাওসার আহমদ
এতে কওমি মাদ্রাসাসমূহ খোলে দেওয়ার আবেদন জানানো ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরন এর সিদ্ধান্ত হয়।
আরো উপস্তিত ছিলেন
মাওলানা আবুল খয়ের
মাওলানা ফখরুল ইসলাম
মাওলানা নুরুল ইসলাম
মাওলানা গৌছ উদ্দীন
মাওলানা আলী আহমদ
মাওলানা খছরুজ্জামান
সহ প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ মোঃ হেলাল আহমেদ চৌধুরী,প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী (প্রতিষ্ঠাতা সভাপতি ফেইসবুক ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ)
আইন বিষয়ক উপদেষ্টাঃ মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী( উজ্জ্বল) এডভোকেট (এ.পি.পি.)জজ কোর্ট সুনামগঞ্জ।
প্রধান সম্পাদকঃ মাশুক মিয়া ( যুক্তরাষ্ট্র প্রবাসী)সাধারন সম্পাদক
সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক, নিউ ইয়র্ক।
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াসিদ আকরাম (সিইও) বাংলার বারুদ ২৪.পত্রিকা
নির্বাহী সম্পাদকঃ মকবুল আলী ( যুক্তরাজ্য প্রবাসী) সদস্য, জাষ্টিস অফ ভয়েস ইউ ,কে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এম আব্দুল করিম (সাংবাদিক ও মানবাধিকার কর্মী)
পত্রিকার ডিজাইনারঃ মাওঃ খছরুজ্জামান ও মো.আব্দুল্লাহ আল যোবায়ের।