সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
শাহজাহান আলীঃরাজশাহী ব্যুরো প্রধানঃ
বগুড়ার শেরপুরে উপজেলা প্রত্যন্ত পল্লী আঞ্চলে বিয়ে ভেঙে যাওয়ায় শম্পা বালা (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
১৪ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালের মর্গে প্ররণ করেছে।১৩ জানুয়ারি বুধবার দিবাগত রাতে যে কোন সময়
শম্পা বালা নিজের শয়ন ঘরে পরিবারের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চম্পা বালা বগুড়ার শেরপুরে উপজেলা চকখানপুর দত্তপাড়া ( হিন্দুপাড়া)গ্রামের দীনের চন্দ্র গায়েনের মেয়ে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে শম্পা বালার বিবাহ ঠিক হয়।কিন্তু পারিবারিক কলহের কারণে সেই বিবাহ ভেঙে যায়।বিবাহ সংক্রান্ত কলহে গত ডের মাস পূর্বেও শম্পা বালা কীটনাশক জাতীয় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল।পরে
অভিভাবকেরা দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসা নিয় সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে।
পুনরায় অন্য জায়গা বিবাহ ঠিক হলে সেই বিবাহ ভেঙে যাওয়ায় বুধবার রাতে শম্পা বালা তার নিজে শয়ন ঘরে পরিবারের অগোচরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শহীদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে বিবাহ ভেঙে যাওয়ায় শম্পা বালা আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রধান উপদেষ্টাঃ মোঃ হেলাল আহমেদ চৌধুরী,প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী (প্রতিষ্ঠাতা সভাপতি ফেইসবুক ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ)
আইন বিষয়ক উপদেষ্টাঃ মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী( উজ্জ্বল) এডভোকেট (এ.পি.পি.)জজ কোর্ট সুনামগঞ্জ।
প্রধান সম্পাদকঃ মাশুক মিয়া ( যুক্তরাষ্ট্র প্রবাসী)সাধারন সম্পাদক
সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক, নিউ ইয়র্ক।
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াসিদ আকরাম (সিইও) বাংলার বারুদ ২৪.পত্রিকা
নির্বাহী সম্পাদকঃ মকবুল আলী ( যুক্তরাজ্য প্রবাসী) সদস্য, জাষ্টিস অফ ভয়েস ইউ ,কে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এম আব্দুল করিম (সাংবাদিক ও মানবাধিকার কর্মী)
পত্রিকার ডিজাইনারঃ মাওঃ খছরুজ্জামান ও মো.আব্দুল্লাহ আল যোবায়ের।