সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
আব্দুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ বাদি মোকলেছ মিয়া পিতা;কানচন মিয়া গ্রাম, বিরবাগবেদ থানা, বেলাবোড় জেলা,নরশীংদি আসামি,প্রতিবেশী ১.মোঃসোহেল মিয়া, পিতাঃ রুস্তম আলি, ২.মোঃ জাহাঙ্গীর পিতা, রুস্তম আলী,৩. রুবেল মিয়া পওতাঃএই আসামিদের চাচী ৪রাজিয়া বেগম ৫আসামিদের মাঃখোদেজা বেগমঃ আসেপাশে আরো অনেকে, তাদের বিরুদ্ধে শত্রুতা কোরে কানচন মিয়ার প্রবাসী ছেলের তৈরি করা মোকলেস মিয়ার বাড়ি ভাংচুর, নির্যাতন, মারামারী প্রান নাসের হুমকি এবং প্রবাসী মোকলেস মিয়া কেও দেশে আসতে দিচ্ছে না এরা। একথা বলেছে দেশে ফিরলে জানে মেরে ফেলবে।অন্যদিকে আসামিদের চাচা মোহামদ আলি ২মোহাম্মদ আলির ছেলে শামীম আসামিদের সাথে সামিল হয়ে প্রতিনিয়োতো অত্যচারে লিপ্ত আছে এবং এমত অবস্তায় টোটাল আসামি গন আনুমানিক ১মাস হোলো এদের বাড়ি ভাংচুর করে তাদের বড়ি থেকে বের কোরে দিয়েছ এবং এলাকার মেম্বার চেয়ারম্যান কে জানানো সত্যেও এদের কোনো সু ব্যবস্থা হয়নি।তাই বেদনার শেষ পর্যায়ে এসে সাহায্যে প্রাথনা কোরলো মোকসেদ মিয়া। সে প্রশাষনের সহযোগিতা এবং প্রধান নেএীর দৃষ্টি আকর্ষন করছে । সুুত্রে জানা যায় এ জমি ১৮ বৎসর আগে আসামিদের কাছথেকে দ্বিগুন দাম দিয়ে কিনেছিলো অন্যথায় বাদি পক্ষ থানায়ও একটা সধারন ডাইরি করা ছিলো যার ডইরি নং৫১৪.যার তারিক ছিলো ১৩/১১/২০২০
প্রধান উপদেষ্টাঃ মোঃ হেলাল আহমেদ চৌধুরী,প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী (প্রতিষ্ঠাতা সভাপতি ফেইসবুক ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ)
আইন বিষয়ক উপদেষ্টাঃ মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী( উজ্জ্বল) এডভোকেট (এ.পি.পি.)জজ কোর্ট সুনামগঞ্জ।
প্রধান সম্পাদকঃ মাশুক মিয়া ( যুক্তরাষ্ট্র প্রবাসী)সাধারন সম্পাদক
সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক, নিউ ইয়র্ক।
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াসিদ আকরাম (সিইও) বাংলার বারুদ ২৪.পত্রিকা
নির্বাহী সম্পাদকঃ মকবুল আলী ( যুক্তরাজ্য প্রবাসী) সদস্য, জাষ্টিস অফ ভয়েস ইউ ,কে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এম আব্দুল করিম (সাংবাদিক ও মানবাধিকার কর্মী)
পত্রিকার ডিজাইনারঃ মাওঃ খছরুজ্জামান ও মো.আব্দুল্লাহ আল যোবায়ের।