সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
সংবাদদাতা রাজমুল হুদা রাজ ঢাকা জেলা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে যশোরে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ০৩.১১.২০২০ সকালে শহরের ভৈবর চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে যশোর জেলা মহিলা লীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা, উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদি চক্র মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি করছে। এসব অপব্যাখ্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
উপস্হিত ছিলেন মন্জ্ঞুন্নাহার নাজনীন সোনালী (সভাপতি যশোর জেলা যুব মহিলা লীগ) ওহিদুজ্জামান বাবলু (সাবেক সভাপতি যশোর সদর উপজেলা যুবলীগ ) সন্তোষ দত্ত (ওয়ার্ড কাউন্সিলার) লুতফুর কবির বিজু (যুগ্ন সাধারণ সম্পাদক জেলা সেচ্ছাসেবক লীগ ) সাঈদ সরদার (সাবেক সাংগঠনিক সম্পাদক যশোর জেলা ছাত্রলীগ ) মোঃ মারফ হোসেন (যশোর জেলা ছাত্র লীগ নেতা ) শিমুল সরদার ( ছাত্র লীগ নেতা যশোর জেলা ) রাকিব (ছাত্রলীগ নেতা )নাহিদ হাসান ( যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ছাত্র পরিষদ যশোর সদর উপজেলা ) আরো উপস্হিত ছিলেন দলের বিভিন্ন নেতা কর্মীরা।
প্রধান উপদেষ্টাঃ মোঃ হেলাল আহমেদ চৌধুরী,প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী (প্রতিষ্ঠাতা সভাপতি ফেইসবুক ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ)
আইন বিষয়ক উপদেষ্টাঃ মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী( উজ্জ্বল) এডভোকেট (এ.পি.পি.)জজ কোর্ট সুনামগঞ্জ।
প্রধান সম্পাদকঃ মাশুক মিয়া ( যুক্তরাষ্ট্র প্রবাসী)সাধারন সম্পাদক
সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক, নিউ ইয়র্ক।
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াসিদ আকরাম (সিইও) বাংলার বারুদ ২৪.পত্রিকা
নির্বাহী সম্পাদকঃ মকবুল আলী ( যুক্তরাজ্য প্রবাসী) সদস্য, জাষ্টিস অফ ভয়েস ইউ ,কে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এম আব্দুল করিম (সাংবাদিক ও মানবাধিকার কর্মী)
পত্রিকার ডিজাইনারঃ মাওঃ খছরুজ্জামান ও মো.আব্দুল্লাহ আল যোবায়ের।