সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
অবশেষে ঐতিহ্যবাহী নলুয়াবাগীর পশ্চিম বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পানি পানের অবর্ণনীয় কষ্টের কথা পত্রিকায় রিপোর্ট করার কারনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আসতে সমর্থ হয়েছে। টিউবওয়েল পেতে সহায়তা করার অন্যতম কারিগর হচ্ছেন নলুয়াবাগীর কৃতি সন্তান, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আলমগির হোসেন।আজ জুমার নামাজ শেষে গভীর নলকূপ বসানোর শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃআলমগীর হোসেন। তার আন্তরিক একান্ত চেষ্টা, নলুয়াবাগীবাসীর প্রতি ভালোবাসা ও আস্থার প্রতিদান অনবরত তিনি দিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ কালে সহকারী শিক্ষক জনাব মোঃমোজাম্মেল হক জানান,টিউবওয়েল পাওয়ার ফলে আমরা সবাই আনন্দিত। এতদিন টিউবওয়েল এর জন্য আমাদের ছাত্র ছাত্রীদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। যাদের যৌথ প্রচেষ্টার ফলে টিউবওয়েল পেলাম তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভ কামনা রইল। নলুয়াবাগী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই এলাকার বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমান আমাদের রিপোর্টার কে বলেন,সুদীর্ঘ ৩/৪ বছর চরম দুর্ভোগের পর সুপেয় নিরাপদ পানির অভাব লাগবের লক্ষ্যে পঃবাদুরা সমবায় সঃ প্রাঃ বিঃ ও তৎসংলগ্ন মসজিদ এলাকায় গভীর নলকূপ!! যেন তৃষ্ণার্তদের পাশে বারিধির ছোঁয়া। বিষয়টি সাধারণ হলেও অত্র এলাকার জন্য বিষাদে হরষিতে উল্লাসিত তনুমন। এমন কাজটি আঞ্জাম দিয়েছেন এলাকার তরুন প্রজন্মের প্রিয় মানুষ জনাব আলমগীর হোসেন, নলুয়াবাগীর কৃতি সন্তান। এলাকার সর্বস্তরের মানুষ কৃতার্থ তাদের ভালবাসার মানুষের প্রতি। গভীর নলকূপ পেয়ে স্কুলের শিক্ষক, ছাত্র -ছাত্রী সহ এলাকাবাসী সকলে আনন্দিত। পরিশেষে নলুয়াবাগীর যুব সমাজের আইকন, উন্নয়নের সূতিকাগার, জননেতা জনাব মোঃ আলমগির হোসেন ভাইয়ের সাফল্য কামনা করছি।
প্রধান উপদেষ্টাঃ মোঃ হেলাল আহমেদ চৌধুরী,প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী (প্রতিষ্ঠাতা সভাপতি ফেইসবুক ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ)
আইন বিষয়ক উপদেষ্টাঃ মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী( উজ্জ্বল) এডভোকেট (এ.পি.পি.)জজ কোর্ট সুনামগঞ্জ।
প্রধান সম্পাদকঃ মাশুক মিয়া ( যুক্তরাষ্ট্র প্রবাসী)সাধারন সম্পাদক
সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক, নিউ ইয়র্ক।
সম্পাদক ও প্রকাশকঃ ওয়াসিদ আকরাম (সিইও) বাংলার বারুদ ২৪.পত্রিকা
নির্বাহী সম্পাদকঃ মকবুল আলী ( যুক্তরাজ্য প্রবাসী) সদস্য, জাষ্টিস অফ ভয়েস ইউ ,কে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এম আব্দুল করিম (সাংবাদিক ও মানবাধিকার কর্মী)
পত্রিকার ডিজাইনারঃ মাওঃ খছরুজ্জামান ও মো.আব্দুল্লাহ আল যোবায়ের।